Header Ads

News On Earth

পৃথিবী যেন এক মৃত্যুপুরী করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ড


পৃথিবী যেন এক মৃত্যুপুরী করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ড - বিশ্বে একদিনে মৃত্যু ৩২৭৩ জন 


গতকাল ২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে , বিশ্বে একদিনে মৃত্যু ৩২৭৩ জন । এর মধ্যে ইতালিতে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনেই মারা গেছেন ৯১৯ জন। স্পেনে প্রাণঘাতী করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৭৩ জন । মহামারির পরবর্তী কেন্দ্র হতে চলেছে যুক্তরাষ্ট্র এখানে একদিনেই মারা গিয়েছে ৪০১ জন । সেই সাথে ফ্রান্সে ২৪ ঘণ্টায় ২৯৯ জনের মৃত্যু হয়েছে।আরো খারাপ অবস্থায় আছে ইরান(১৪৪জন) , জার্মানি (৮৪) , যুক্তরাজ্য(১৮১ জন) , নেদারল্যান্ড (১১২ জন) সহ বেলজিয়াম (৬৯জন) । গতকাল পর্যন্ত বিশ্বে প্রাণহানি ২৭ হাজার ৩৬৫ জনের, আক্রান্ত ৫ লাখ ৯৭ হাজার ২৬২, সুস্থ ১ লাখ ৩৩ হাজার ৩৬৩ জন । 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থাঃ 


বাংলাদেশের করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ জন ও মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। 

ভারতে করোনায় আক্রান্ত প্রায় ৮৮৭, মৃত ২০ , গতকাল নতুন আক্রান্ত হয়েছে ১৬০ জন । 

পাকিস্তানে করোনায় আক্রান্ত প্রায় ১৩৭৩, মৃত ১১ , গতকাল নতুন আক্রান্ত হয়েছে ১৭৩

শ্রীলঙ্কায় করোনায় আক্রান্ত প্রায় ১১৬, মৃত ০ , গতকাল নতুন আক্রান্ত হয়েছে ০ জন । 

নেপালে করোনায় আক্রান্ত প্রায় ৪, মৃত ০ , গতকাল নতুন আক্রান্ত হয়েছে ১ জন । 

ভুটানে করোনায় আক্রান্ত প্রায় ৩, মৃত ০ , গতকাল নতুন আক্রান্ত হয়েছে ১ জন । 

মালদ্বীপে করোনায় আক্রান্ত প্রায় ১৬, মৃত ০ , গতকাল নতুন আক্রান্ত হয়েছে ৩ জন । 


যে সব দেশে এখনও করোনায় আক্রান্ত হয়নি কেউ :


এশিয়া ও আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশে এখনও কোনও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। 

যদিও এখনও পর্যন্ত সেখানে কোনও আক্রান্তের খোঁজ মেলেনি। দেখে নেওয়া যাক সেইসব দেশের তালিকা— 

এশিয়া মহাদেশ: ইয়েমেন, উত্তর কোরিয়া, তাজাকিস্তান, তুর্কেমিনিস্তান। 

ওশেনিয়া মহাদেশ: সোলোমান আইল্যান্ড, ভানুয়াতু, সামোয়া, কিরিবিতি, মাইক্রোনেশিয়া, টোঙ্গা, মার্শাল আইল্যান্ড, পালাও, টুভ্যালু, নাউরু। 

আফ্রিকা মহাদেশ: বুরুন্ডি, সাউথ সুদান, সিয়েরা লিওন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, বতসোয়ানা, লেসেথো।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.